আজ প্রধান-মন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ার’লাইন্সের সেবার গুনগত মান উন্নয়নের ওপর গুরুত্বা’রোপ করে অন্যের ওপর নির্ভরতা কমাতে এবং নতুন প্রযু’ক্তি শিক্ষা ও গ্রহণে মনোযোগী হতে হবে। তিনি বলেন, প্রযুক্তি শেখা এবং সে’টাকে নিয়ে আসা এবং কার্যকর করার দিকে আমাদের আরো বেশি মনো’যোগ দিতে হবে। যাতে আমা’দের আর অন্যের
ওপর নির্ভরশীল হয়ে থা’কতে না হয়। এতে আমাদের অনেক বৈ’দেশিক মুদ্রাও সাশ্রয় হয়। আজ বুধ’বার সকালে বিমান বাংলাদেশ এয়ার’লাইন্স লিমিটেডের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়ো’জিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ার”লাইন্স প্রথমবারের মতো সম্পূর্ণ
নিজস্ব ব্যবস্থাপনায় এবং দক্ষ জন_বল দ্বারা অত্যাধুনিক বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়ো’জাহাজের ল্যান্ডিং গিয়ার রিপ্লেস’মেন্ট এবং বোয়িং ৭৮৭ এর সি-চেক কার্যক্রম বিমানই সফল’ভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এতে প্রচুর বৈ’দেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে। গণভবন থে’কে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হযরত শাহ_জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের
বলাকা ভবনে আয়োজিত মূল অনু’ষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। অতীতে দুরাবস্থা থাকলেও বর্তমানে এক’টি দক্ষ এবং অত্যন্ত কার্য’কর গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউ’নিট গড়ে তোলা হচ্ছে উল্লেখ করে প্রধান-মন্ত্রী অত্যন্ত সততা এবং দক্ষতার সঙ্গে যেন গ্রাউন্ড হ্যান্ডে’লিং করতে পারে সেদিকে নজর
দেওয়ার জন্য বিমান কর্তৃপ_ক্ষকে নির্দেশনা দেন। এ জন্য প্রশি’ক্ষণ এবং প্রয়োজনীয় লোকবল যেমন দরকার তেম’নি যত দ্রুত সম্ভব ইউনিটটা তৈরি করা দরকার বলেও তিনি উল্লেখ করেন। প্রধান”মন্ত্রী বলেন, ‘গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দিকে আপনাদের ল’ক্ষ্য রাখতে হবে। আমরা চাই আমাদের কার্গো হ্যান্ডেলিং এবং বিমান হ্যান্ডেলিং সবকিছু খুব আন্ত’র্জাতিক মানের
হোক। যাত্রীরা যেন কষ্ট না পায় সেদিকে বিশেষ’ভাবে দৃষ্টি দিতে হবে। তাহলে সততা ও দক্ষতা’র সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডে’লিং করা যাবে।’ তিনি আরও বলেন, আমাদের কাস্ট’মস সিস্টেমটাও সম্পূর্ণ ডিজিটালা_ইজড করতে হবে।
কারণ মানুষ যখন বিদেশ থেকে আ’সে, হয়তো কিছু প’ণ্য ক্রয় করে নিয়ে আসতে চায়। কাজেই তারা যেন কোনো প্রকার হয়”রানির শিকার না হয়। যদি পুরো ডিজিটা_লাইজড হয়ে যায় তাহলে খুব সহজেই যাত্রী”সেবা দেওয়া সম্ভব হবে। সে বিষয়ে আরো সচে’তন হতে হবে।
নিজস্ব ব্যবস্থাপনায় এবং দক্ষ জন_বল দ্বারা অত্যাধুনিক বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়ো’জাহাজের ল্যান্ডিং গিয়ার রিপ্লেস’মেন্ট এবং বোয়িং ৭৮৭ এর সি-চেক কার্যক্রম বিমানই সফল’ভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এতে প্রচুর বৈ’দেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে। গণভবন থে’কে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হযরত শাহ_জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের
বলাকা ভবনে আয়োজিত মূল অনু’ষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। অতীতে দুরাবস্থা থাকলেও বর্তমানে এক’টি দক্ষ এবং অত্যন্ত কার্য’কর গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউ’নিট গড়ে তোলা হচ্ছে উল্লেখ করে প্রধান-মন্ত্রী অত্যন্ত সততা এবং দক্ষতার সঙ্গে যেন গ্রাউন্ড হ্যান্ডে’লিং করতে পারে সেদিকে নজর
দেওয়ার জন্য বিমান কর্তৃপ_ক্ষকে নির্দেশনা দেন। এ জন্য প্রশি’ক্ষণ এবং প্রয়োজনীয় লোকবল যেমন দরকার তেম’নি যত দ্রুত সম্ভব ইউনিটটা তৈরি করা দরকার বলেও তিনি উল্লেখ করেন। প্রধান”মন্ত্রী বলেন, ‘গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দিকে আপনাদের ল’ক্ষ্য রাখতে হবে। আমরা চাই আমাদের কার্গো হ্যান্ডেলিং এবং বিমান হ্যান্ডেলিং সবকিছু খুব আন্ত’র্জাতিক মানের
হোক। যাত্রীরা যেন কষ্ট না পায় সেদিকে বিশেষ’ভাবে দৃষ্টি দিতে হবে। তাহলে সততা ও দক্ষতা’র সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডে’লিং করা যাবে।’ তিনি আরও বলেন, আমাদের কাস্ট’মস সিস্টেমটাও সম্পূর্ণ ডিজিটালা_ইজড করতে হবে।
কারণ মানুষ যখন বিদেশ থেকে আ’সে, হয়তো কিছু প’ণ্য ক্রয় করে নিয়ে আসতে চায়। কাজেই তারা যেন কোনো প্রকার হয়”রানির শিকার না হয়। যদি পুরো ডিজিটা_লাইজড হয়ে যায় তাহলে খুব সহজেই যাত্রী”সেবা দেওয়া সম্ভব হবে। সে বিষয়ে আরো সচে’তন হতে হবে।