‘দলীয় সরকারের অধীনে বিএনপি কোনো নির্বা’চনে যাবে না। নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকার না থাকলে নির্বাচন কমিশনে পাঁচ_জন ফেরেশতা বসিয়েও কোনো লাভ হবে না। কারণ তারা কোনো”ভাবেই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না।’ বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক”বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফার’হানা। বুধবার (২ মার্চ) দুপুরে জে’লা বিএনপির
সাধারণ সম্পাদক হযরত আলীর বাস’ভবনে সাংবাদিক’দের তিনি এসব কথা বলেন। পরে বিকেলে তিনি শেরপুর জেলা’শহরের খোয়ারপাড় শাপলা চত্বরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতি’বাদে এক সমাবেশে বক্তব্য রাখেন।বিএনপির কেন্দ্রীয় কর্ম’সূচির অংশ হিসেবে জেলা বিএনপি এ সভার
আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জে’লা বিএনপি সভাপতি সাবেক এমপি মাহমূদুল হক রুবেল। সমাবেশে রুমিন ফার’হানা বলেন, ‘সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন করা হয়ে’ছে তা জনগণের সঙ্গে তামাশা ছাড়া কিছু নয়। কারণ এর আগে ২০১২ ও ’১৭ সা’লে সার্চ কমিটির নাটক আমরা দেখেছি। আমরা মনে করি রকিব-হুদার মত”ই হবে বর্তমান কমিশন
তাই নির্বাচনে যাওয়ার প্রশ্ন নেই।’ সমাবে’শে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তি’যোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রী’য় নেতা ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী”সহ জেলা ও উপজেল
বিএনপি নেতারা। বক্তারা বলেন, গত ১৩ বছর ধরে আম’রা জুলুম-নির্যাতন সহ্য করে মাঠে আছি। জনগণের স্বার্থে যে সব ইস্যু_ভিত্তিক কর্মসূচি দিচ্ছি সেখানেও হামালা হচ্ছে-বাধা দেওয়া হচ্ছে। এটা গণতা”ন্ত্রিক আচরণ নয়।
‘দলীয় সরকারের অধীনে বিএনপি কোনো নির্বা’চনে যাবে না। নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকার না থাকলে নির্বাচন কমিশনে পাঁচ_জন ফেরেশতা বসিয়েও কোনো লাভ হবে না। কারণ তারা কোনো”ভাবেই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না।’ বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক”বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফার’হানা। বুধবার (২ মার্চ) দুপুরে জে’লা বিএনপির
সাধারণ সম্পাদক হযরত আলীর বাস’ভবনে সাংবাদিক’দের তিনি এসব কথা বলেন। পরে বিকেলে তিনি শেরপুর জেলা’শহরের খোয়ারপাড় শাপলা চত্বরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতি’বাদে এক সমাবেশে বক্তব্য রাখেন।বিএনপির কেন্দ্রীয় কর্ম’সূচির অংশ হিসেবে জেলা বিএনপি এ সভার
আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জে’লা বিএনপি সভাপতি সাবেক এমপি মাহমূদুল হক রুবেল। সমাবেশে রুমিন ফার’হানা বলেন, ‘সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন করা হয়ে’ছে তা জনগণের সঙ্গে তামাশা ছাড়া কিছু নয়। কারণ এর আগে ২০১২ ও ’১৭ সা’লে সার্চ কমিটির নাটক আমরা দেখেছি। আমরা মনে করি রকিব-হুদার মত”ই হবে বর্তমান কমিশন
তাই নির্বাচনে যাওয়ার প্রশ্ন নেই।’ সমাবে’শে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তি’যোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রী’য় নেতা ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী”সহ জেলা ও উপজেল
বিএনপি নেতারা। বক্তারা বলেন, গত ১৩ বছর ধরে আম’রা জুলুম-নির্যাতন সহ্য করে মাঠে আছি। জনগণের স্বার্থে যে সব ইস্যু_ভিত্তিক কর্মসূচি দিচ্ছি সেখানেও হামালা হচ্ছে-বাধা দেওয়া হচ্ছে। এটা গণতা”ন্ত্রিক আচরণ নয়।