সম্প্রতি গায়িকার খাতায় নাম তুলেছেন অভি’নেত্রী সাদিয়া জাহান প্রভা। মৌসুমী ভৌমিকের বিখ্যাত গান ‘আ’মি শুনেছি সে’দিন তুমি’ গেয়েছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে গানটির ভি’ডিও চিত্রও প্রকাশ করেছেন। নিজেই হয়েছেন মডেল। গায়ক ও সংগীত পরি’চালক ইমরান মাহ’মুদুল গানটি নতুন করে সঙ্গীতায়োজন করেছেন। তবে সেই প্রশং’সার রেশ কাটতে না
কাটতেই তার বাগদানের খবর আসে সংবাদ”মাধ্যমে। বিষয়টি নিশ্চিত হতে যোগাযোগ করা হয় অভিনেত্রী প্রভার সঙ্গে। বাগদা’নের ওই খবর নাকচ করে দিয়ে প্রভা বলেন, ‘এগুলো ভিত্তি’হীন খবর। প্রতিদিনই কোনো না কোনো অনলাইন আমাকে নিয়ে এমন খবর প্রকা’শ করে। এখন আর ওসব নিয়েমাথা ঘামাই না।’
বিয়ের বিষয়’টি একেবারে গোপন করতে নারাজ তিনি। এমন কিছু ঘটলে সবাইকে জানিয়ে দে’বেন। প্রভা বলেন, ‘আঙ্গুলে আংটি দেখে যারা আমার বাগদানের খবর প্রকাশ কর’ছেন, তারা কিছু না জেনেই এটি করছেন। অনেকটা আন্দাজের ওপর। আ’মি বিয়ে করলে সবাইকে জানিয়ে করবো।’ ক্যারিয়ারে নানা উত্থান পত’নের মধ্য দিয়ে যেতে হয়েছে
প্রভাকে। অভিনয়ে প্রশংসা কুড়ালেও ব্যক্তিগত কয়েক’টি ঘটনা তার জীবনে কালো মেঘ হয়ে নেমে আসে। ওইসব ঘটনা কাটি’য়ে প্রভা এখন ব্যস্ত অভিনেত্রী। নিয়মিত নাটকে অভিনয় করছেন। অভিন’য়টা নিয়েই থাকতে চান বলে জানান তিনি। তবে তাকে বুঝতে পারবে, তা’র কাজকে সম্মান করবে-
এমন কাউকে পেলে জীবনের নতুন অ’ধ্যায় শুরু করতে চান তিনি। এখনও তেমন কারো খোঁজ পাননি বলেই জানা’লেন প্রভা। প্রভা বলেন, ‘জীবন এমন কাউকে খুঁজে পাইনি, যাকে নিয়ে ন’তুন করে জীবন শুরু করতে পারি।
‘ ২০০৫ সালে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু ক’রেন প্রভা। মায়ের ইচ্ছা পূরকরতেই সম্প্রতি গেয়েছেন গান। প্রভা জানান, তি’নি অভিনয়ে পরিচিতি পেলেও মায়ের ইচ্ছা ছিল তাকে সংগীত”শিল্পী বানানোর। গানটি গাওয়া সে কারণেই।
সম্প্রতি গায়িকার খাতায় নাম তুলেছেন অভি’নেত্রী সাদিয়া জাহান প্রভা। মৌসুমী ভৌমিকের বিখ্যাত গান ‘আ’মি শুনেছি সে’দিন তুমি’ গেয়েছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে গানটির ভি’ডিও চিত্রও প্রকাশ করেছেন। নিজেই হয়েছেন মডেল। গায়ক ও সংগীত পরি’চালক ইমরান মাহ’মুদুল গানটি নতুন করে সঙ্গীতায়োজন করেছেন। তবে সেই প্রশং’সার রেশ কাটতে না
কাটতেই তার বাগদানের খবর আসে সংবাদ”মাধ্যমে। বিষয়টি নিশ্চিত হতে যোগাযোগ করা হয় অভিনেত্রী প্রভার সঙ্গে। বাগদা’নের ওই খবর নাকচ করে দিয়ে প্রভা বলেন, ‘এগুলো ভিত্তি’হীন খবর। প্রতিদিনই কোনো না কোনো অনলাইন আমাকে নিয়ে এমন খবর প্রকা’শ করে। এখন আর ওসব নিয়েমাথা ঘামাই না।’
বিয়ের বিষয়’টি একেবারে গোপন করতে নারাজ তিনি। এমন কিছু ঘটলে সবাইকে জানিয়ে দে’বেন। প্রভা বলেন, ‘আঙ্গুলে আংটি দেখে যারা আমার বাগদানের খবর প্রকাশ কর’ছেন, তারা কিছু না জেনেই এটি করছেন। অনেকটা আন্দাজের ওপর। আ’মি বিয়ে করলে সবাইকে জানিয়ে করবো।’ ক্যারিয়ারে নানা উত্থান পত’নের মধ্য দিয়ে যেতে হয়েছে
প্রভাকে। অভিনয়ে প্রশংসা কুড়ালেও ব্যক্তিগত কয়েক’টি ঘটনা তার জীবনে কালো মেঘ হয়ে নেমে আসে। ওইসব ঘটনা কাটি’য়ে প্রভা এখন ব্যস্ত অভিনেত্রী। নিয়মিত নাটকে অভিনয় করছেন। অভিন’য়টা নিয়েই থাকতে চান বলে জানান তিনি। তবে তাকে বুঝতে পারবে, তা’র কাজকে সম্মান করবে-
এমন কাউকে পেলে জীবনের নতুন অ’ধ্যায় শুরু করতে চান তিনি। এখনও তেমন কারো খোঁজ পাননি বলেই জানা’লেন প্রভা। প্রভা বলেন, ‘জীবন এমন কাউকে খুঁজে পাইনি, যাকে নিয়ে ন’তুন করে জীবন শুরু করতে পারি।
‘ ২০০৫ সালে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু ক’রেন প্রভা। মায়ের ইচ্ছা পূরকরতেই সম্প্রতি গেয়েছেন গান। প্রভা জানান, তি’নি অভিনয়ে পরিচিতি পেলেও মায়ের ইচ্ছা ছিল তাকে সংগীত”শিল্পী বানানোর। গানটি গাওয়া সে কারণেই।