নৌকা ভ্রমণ অনেক আ’নন্দদায়ক এবং মজাদার হয়ে থাকে, নৌকা নিয়ে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে, বিশেষ করে যখন নৌকায় পিকনিকে যায় সে আ’নন্দগুলো আরো অনেক ভালো হয়।
যদি ওই নৌকা ভ্রমনে তরুণ-তরুণীরা থাকে, সেখানে লাউড স্পিকার দিয়ে গান বাজানো হয় গানের তালে তালে তরুণ-তরুণীরা ডান্স করে সেগুলো আরো ভালো লাগে, এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
ফেসবুকের সেই ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক তরুণী শরীরের ওড়না ছাড়া নৌকায় তরুণদের সাথে ঘষাঘষি করে ডান্স করছে, তারাই ডান্সের ভিডিওটি ফোনে ধারণ করে প’রবর্তীতে ফেসবুকে আপলোড দেয়া হয়।
ভিডিও টা উপভোগ করুন..
আরোও পড়ুন..’তাহসান আমার প্রাক্তন স্বামী, আমাদের রোজ কথা হয়: মিথিলা’
দুই বাংলায় ব্যাপক আলোচিত অভিনেত্রী মিথিলা বলেছেন, তাহসান আ’মার প্রাক্তন স্বামী। আমরা আজও বন্ধু। আমাদের রোজ কথা হয়।
মানুষকে বুঝতে হবে আ’মরা দুজনে এক বাচ্চার বাবা-মা। আমাদের সম্পর্কটা এখন বন্ধুর মতো। আর এই সম্পর্ক আয়রার জন্য খুব জরুরি। আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে দুই বাংলায় ব্যাপক আলোচিত ও সমালোচিত অভিনেত্রী মিথিলা এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে মিথিলা বলেন, তাহসান আমার প্রাক্তন স্বামী। আমরা আজো বন্ধু। আমাদের রোজ কথা হয়। মানুষকে বুঝতে হবে আমরা দুজনে এক বাচ্চার বাবা-মা। আমাদের সম্পর্কটা এখন বন্ধুর মতো।
আর এই সম্পর্ক আ’য়রার জন্য খুব জরুরি। আমার আর তাহসানের স্বাভাবিকতার জন্যই আয়রা আমায় আজ বলতে পারে, ‘মা আমি বাবার কাছে যাবো’। আমার অন্যান্য বন্ধুদের তো দে’খেছি বিবাহ বিচ্ছেদের পরে পারস্পরিক সম্পর্ককে তারা এতো তিক্ত করেছে যে তার প্রভাব বাচ্চার ওপর এসে পড়েছে।আয়রা সেখানে স্বা’ভাবিক পরিবেশে বড় হচ্ছে। তবে এখন আয়রার স্কুল আর ন’তুন বই নিয়ে চিন্তায় আছি। ক’লকাতার সংসারটাও গোছাতে হবে।
উল্লেখ্য, গত ২০১৯ সালের ডিসেম্বরে ভা’রতের চ’লচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঢাকার মডেল ও অভিনেত্রী মিথিলা। বি’পরীতে এখনও সিঙ্গেলই আছেন তার প্রাক্তন স্বামী জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তা’হসান।
মানুষকে বুঝতে হবে আ’মরা দুজনে এক বাচ্চার বাবা-মা। আমাদের সম্পর্কটা এখন বন্ধুর মতো। আর এই সম্পর্ক আয়রার জন্য খুব জরুরি। আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে দুই বাংলায় ব্যাপক আলোচিত ও সমালোচিত অভিনেত্রী মিথিলা এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে মিথিলা বলেন, তাহসান আমার প্রাক্তন স্বামী। আমরা আজো বন্ধু। আমাদের রোজ কথা হয়। মানুষকে বুঝতে হবে আমরা দুজনে এক বাচ্চার বাবা-মা। আমাদের সম্পর্কটা এখন বন্ধুর মতো।
আর এই সম্পর্ক আ’য়রার জন্য খুব জরুরি। আমার আর তাহসানের স্বাভাবিকতার জন্যই আয়রা আমায় আজ বলতে পারে, ‘মা আমি বাবার কাছে যাবো’। আমার অন্যান্য বন্ধুদের তো দে’খেছি বিবাহ বিচ্ছেদের পরে পারস্পরিক সম্পর্ককে তারা এতো তিক্ত করেছে যে তার প্রভাব বাচ্চার ওপর এসে পড়েছে।আয়রা সেখানে স্বা’ভাবিক পরিবেশে বড় হচ্ছে। তবে এখন আয়রার স্কুল আর ন’তুন বই নিয়ে চিন্তায় আছি। ক’লকাতার সংসারটাও গোছাতে হবে।
উল্লেখ্য, গত ২০১৯ সালের ডিসেম্বরে ভা’রতের চ’লচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঢাকার মডেল ও অভিনেত্রী মিথিলা। বি’পরীতে এখনও সিঙ্গেলই আছেন তার প্রাক্তন স্বামী জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তা’হসান।