মানুষের জীবন অনেক কঠিন পথ দিয়ে চলে যায়, জীবন চলার ক্ষেত্রে অনেক সময় জীবনে অনেক বিপদ আপদ চলে আসে, এই বিপদের সম্মুখীন কেউ তাদের নিজের সম্মানটুকু বিক্রি করে।
কিছু কিছু মেয়েদের লাইভ কাহিনী শুনলে অবাক লাগে, ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, ওই ভিডিওতে মেয়েটি লাইভে এসে তার জীবনের কাহিনী বর্ণনা করে, আমরা তার ভিডিওটি আমাদের সাইটে শেয়ার করুন, ভিডিওটি উপভোগ করুন..
আরোও পড়ুন..’দৈনিক দুই সিনেমার শুটিং করছেন বুবলী!’,
ক’রোনায় সিনেমার অনেক শিল্পীর কাজ কমে গেলেও বুবলীর ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টোটা! গত কয়েকদিন ধরে হালের আ’লোচিত এ নায়িকা দৈনিক দুটি সিনেমার শুটিং করছেন!
বুবলীর শু’টিং চলমান সি’নেমা দুটি হচ্ছে ‘লিডার আমিই বাংলাদেশ’ এবং ‘রিভেঞ্জ’। এই চি’ত্রনায়িকা জানান, সিনেমা দুটির কাজ শেষের দিকে। কষ্ট হলেও তিনি ‘ম্যানেজ’ করে শেষ ক’রছেন।
সে কারণে দম ফে’লার ফুসরত পাচ্ছেন না বলেও জানান শবনম বুবলী। কো’নোদিন এফডিসিতে ‘লিডার’ সিনেমার শুটিং হলে প’রদিন ‘রিভেঞ্জ’ এর শুটিং করেছেন।
আবারও এমনও হয়েছে সকালে এক সি’নেমার শুটিং করেছেন এবং বিকেলে আরেকটি করছেন।গত পাঁচ ব’ছরের ক্যা’রিয়ারে তিনি এমন ব্যস্ততার মুখোমুখি আগে হননি বলে জা’নালেন বুবলী।
তার কথা, কষ্ট হলেও ভালো লাগছে। যদিও আমি এম’নভাবে আগে কাজ করিনি। একেকটা কা’জের শেষে কিছুদিন বিরতি নিতাম। কিন্তু এখন টানা শুটিং করেছি। ভালো ভালো সি’নেমাগুলোতে কাজের সুযোগ মিস করতে চাইনি।
পাসওয়ার্ড-র জন্য দৈনিক ১২ ঘন্টার বেশি শুটিং করেছি। তবে দৈনিক দুই সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা এবারই প্রথম! চ্যানেল আই অ’নলাইনের সঙ্গে আলাপে শ’বনম বুবলী বলেন, দুটি সি’নেমায় আমার চরিত্র একেবারে আলাদা আলাদা।
ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব প্রে’জেন্ট করে। তাই গ্ল্যামার নিয়ে না ভেবে চরিত্রের দিকে ম’নোযোগ দিচ্ছি। দুটির শিডিউল একা মে’ইনটেইন করা সম্ভব হতো না যদি দুই সিনেমার পরিচালক এবং তাদের টিম স’হযোগিতা করতো। আমি তাদের কাছে ভী’ষণভাবে কৃতজ্ঞ।
বুবলী আরও বলেন, শতভাগ চেষ্টা করছি আরও ভালো কাজ উপহার দেয়ার। এটাও ভালো লাগছে যে, এফডিসি এবং চলচ্চিত্রপাড়া সিনেমা নিয়ে ব্যস্ত হচ্ছে।
‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় বুবলীর নায়ক শাকিব খান এবং ‘রিভেঞ্জ’ সিনেমায় নায়ক হলেন রোশান।
পাসওয়ার্ড-র জন্য দৈনিক ১২ ঘন্টার বেশি শুটিং করেছি। তবে দৈনিক দুই সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা এবারই প্রথম! চ্যানেল আই অ’নলাইনের সঙ্গে আলাপে শ’বনম বুবলী বলেন, দুটি সি’নেমায় আমার চরিত্র একেবারে আলাদা আলাদা।
ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব প্রে’জেন্ট করে। তাই গ্ল্যামার নিয়ে না ভেবে চরিত্রের দিকে ম’নোযোগ দিচ্ছি। দুটির শিডিউল একা মে’ইনটেইন করা সম্ভব হতো না যদি দুই সিনেমার পরিচালক এবং তাদের টিম স’হযোগিতা করতো। আমি তাদের কাছে ভী’ষণভাবে কৃতজ্ঞ।
বুবলী আরও বলেন, শতভাগ চেষ্টা করছি আরও ভালো কাজ উপহার দেয়ার। এটাও ভালো লাগছে যে, এফডিসি এবং চলচ্চিত্রপাড়া সিনেমা নিয়ে ব্যস্ত হচ্ছে।
‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় বুবলীর নায়ক শাকিব খান এবং ‘রিভেঞ্জ’ সিনেমায় নায়ক হলেন রোশান।